২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি

ঘোড়াঘাটে ভান্ডারী গং কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আহসান হাবিব রিয়ন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় ভান্ডারী গং কর্তৃক কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার ৩নং সিংড়া ইউ’পি প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে রানীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের বিপরীতে এক গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক সংগঠন সিরাতে মুস্তাকিম পরিষদ ও তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কামরুজ্জামান সাহেবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আরশাদ হোসাইন সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৩নং সিংড়া ইউ’পি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, হাফেজ মাওলানা মোজাফফর হোসেন, হাফেজ সিরাজুল ইসলাম, মাওলানা সুলতান মাহমুদ, মুফতি মোহিবুল্লাহ, সিরাতে মুস্তাকিম পরিষদের সহ-সভাপতি মোমিনুল ইসলাম টুটুল প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় ভান্ডারী গং প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢোল তবলা ও বাদ্যযন্ত্র ব্যবহার করে নারী পুরুষ একত্রে হয়ে গান বাজনা ও জিকিরের নামে ভণ্ডামি, মাদক সেবন, মাজার এলাকায় মসজিদ না থাকা, প্রতি বছর ১৮ ফাল্গুন ওরসের নামে গান-বাজনার মাধ্যমে ভণ্ডামি করে থাকেন। এছাড়া ইসলাম ও কোরআনের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচারে লিপ্ত থাকেন। বক্তব্য শেষে সমাবেশের সভাপতি আগামী ১০ ফাল্গুন, ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান ও ১৭, ১৮, ১৯ ফাল্গুনে মাজারের বিপরীত পাশে মাঠে রমজানের তাৎপর্য, ইফতার ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়ে দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

সমাবেশে সিরাতে মুস্তাকিম পরিষদের সভাপতি খাদেম আলী ও স্থানীয় হাজার হাজার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে :গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংস্কার যদি হতে হয় শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব. লুৎফুজ্জামান বাবর’কে স্বাগত জানাতে প্রস্তুত মোহনগঞ্জবাসী

দীর্ঘ দেড় যুগ পর হাওর এলাকায় আগমন ঘটতে যাচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর এঁর। তাঁকে এক নজর উদগ্রীব গতে আছে লাখ লাখ মানুষনুষ।

গাজীপুর শ্রীপুরে পেলাইদ গ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভলিবল ফাইন টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

তারিকুল ইসলাম তারেক গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পেলাইদ গ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভলিবল ফাইনাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন

দীঘিনালায় “আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে অসহায় রোগীরা পাচ্ছে সেবা”

মোঃ হাচান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ২১ ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, মানবকল্যাণমুলক সংস্থা আবাম ফাউন্ডেশন বাংলাদেশ খাগড়াছড়ির দিঘীনালায় অবস্থিত মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক

Scroll to Top