মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। থানা আমির নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ, থানা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাইল গনি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মুহাম্মদ আবু জাফরসহ থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ।
আলোচনা সভায় চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।