মনির হোসেন(সখিপুর উপজেলা প্রতিনিধি):
গতকাল ২১ ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তালিমঘরে বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডা:আব্দুস সামাদের তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।উক্ত মেডিক্যাল ক্যাম্পটি সখিপুরের তালিমঘরে বিগত ২১ বছর যাবৎ হয়ে আসছেন।এখানে বিনামূল্যে কিডনি,মেডিসিন,উচ্চরক্তচাপ,চোখেের ছানি পড়াসহ আরও বিভিন্ন রোগের অনেক অভিজ্ঞ ডাক্তারগণ আসেন এবং গ্রামের সহজ-সরল মানুষদের কে মন খুলে চিকিৎসা সেবা প্রদান করেন।ফ্রি মেডিক্যাল ক্যাম্পের পাশাপাশি এক আলোচনা সভারও আয়োজন করা হয়,উক্ত আলোচনা সভায় গ্রামের মানুষদের কে নানা প্রকার রোগ সম্পর্কে সচেতনামূলক পরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তারগণ।উ
ক্ত মেডিক্যাল ক্যাম্পে বাংলাদেশের বিখ্যাত কিডনিরোগ বিশেষজ্ঞ এবং তালিমঘরের প্রতিষ্ঠাতা সভাপতি ডা:আব্দুস সামাদ সাহেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সখিপুরের আরেক কৃতি সন্তান সোনালি ব্যাংকের বর্তমান এম.ডি শওকত আলী খান,উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আমিন শরীফ( সিনিয়র সহকারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,অর্থ মন্ত্রণালয়)সহ একাধিক সচিবগণ এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ।
উক্ত অনুষ্ঠানের সভাপতি এবং বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডা.আব্দুস সামাদ বলেন গ্রামের সহজ-সরল মানুষদের উন্নত চিকিৎসার জন্য তালিমঘরে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করবেন,যেখানে গ্রামের সহজ-সরল এবং দরিদ্র মানুষরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।তিনি আরও বলেন বর্তমান প্রেক্ষাপটে কিডনি রোগ অনেক ব্যয়বহুল কিন্তু কিছু বিষয় সম্পর্কে সচেতন হতে পারলেই প্রায় ৭০ ভাগ মানুষ এই রোগ হতে মুক্তি লাভ করতে পারবেন এটা তিনি মনে করেন।
তালিমঘরে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় উক্ত চিকিৎসা সেবায় তারা সন্তুষ্ট এবং তারা আরও বলেন এমন মেডিক্যাল ক্যাম্প হলে গ্রামের দরিদ্র মানুষগণ উন্নত চিকিৎসা সেবা লাভ করতে পারবেন এবং সুস্থ -সুন্দর জীবন-যাপন করতে পারবেন।