আখলাক হুসাইন: সিলেট থেকে:
সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড ছাত্র জমিয়তের উদ্যোগে ভাষার মাস উপলক্ষ্যে নগরীর বালুচরস্থ জামিয়া রাহমানিয়া সিলেট এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার দুপুর ১১.০০টায় রাহমানিয়া মিলনায়তনে উক্ত মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মান।
তিনি তাঁর বক্তব্যে বলেন “আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। আগামীতে তোমরাই দেশ পরিচালনা করবে। নিয়মিত অধ্যাবসায় ও পড়ালেখা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ করে তোলে। শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ সাধন ও নেতৃত্বগুণাবলী সম্পন্ন ছাত্রসমাজ বিনির্মানে ছাত্র জমিয়ত প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।” অনুষ্ঠান শেষে প্রায় অর্ধশত মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, জমিয়ত নেতা মাওলানা তাওকির আহমদ, মাওলানা মারুফ আহমদ, ছাত্রনেতা হাফিজ হুসাইন, আব্দুল হালিম সহ ৩৬নং ওয়ার্ড জমিয়ত ও ছাত্র জমিয়তের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জামিয়া রাহমানিয়া সিলেট-এর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।