রুবেল ফরাজীঃ
শিবচর, মাদারীপুর: সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে শিবচর থানা পুলিশ তিনজনকে আটক করেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় শিবচর পৌরসভার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিজেদের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। সম্প্রতি এক ভুক্তভোগী শিবচর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে আটক করে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রতন শেখ বলেন, “তারা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হবে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রতারণার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সতর্কতা অবলম্বন করে সাধারণ মানুষকে এই ধরনের প্রতারকদের কাছ থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।