২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি

শিবচরে মেজর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

রুবেল ফরাজীঃ

শিবচর, মাদারীপুর: সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে শিবচর থানা পুলিশ তিনজনকে আটক করেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় শিবচর পৌরসভার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিজেদের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। সম্প্রতি এক ভুক্তভোগী শিবচর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে আটক করে।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রতন শেখ বলেন, “তারা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হবে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রতারণার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সতর্কতা অবলম্বন করে সাধারণ মানুষকে এই ধরনের প্রতারকদের কাছ থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে :গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংস্কার যদি হতে হয় শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব. লুৎফুজ্জামান বাবর’কে স্বাগত জানাতে প্রস্তুত মোহনগঞ্জবাসী

দীর্ঘ দেড় যুগ পর হাওর এলাকায় আগমন ঘটতে যাচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর এঁর। তাঁকে এক নজর উদগ্রীব গতে আছে লাখ লাখ মানুষনুষ।

গাজীপুর শ্রীপুরে পেলাইদ গ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভলিবল ফাইন টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

তারিকুল ইসলাম তারেক গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পেলাইদ গ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভলিবল ফাইনাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন

দীঘিনালায় “আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে অসহায় রোগীরা পাচ্ছে সেবা”

মোঃ হাচান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ২১ ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, মানবকল্যাণমুলক সংস্থা আবাম ফাউন্ডেশন বাংলাদেশ খাগড়াছড়ির দিঘীনালায় অবস্থিত মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক

Scroll to Top