মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ
পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্যে রাখাল রাহা উরফে সাজ্জাদুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহান আল্লাহ শানে কটুক্তি এবং কবি সোহেল হাসান গালিবের রাসূল (সা.) এর অবমাননা করায় তাদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে “স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ”
সামাজিক সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া আদনান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী ইমাম হোসাইন ইলাত, শনিবার (২২ ফেব্রুয়ারী) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, আল্লাহ ও তাঁর রাসূল সা. এর শানে কটুক্তি কারীদের ইসলামের বিধান অনুযায়ী ফাঁসি নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও জটিল হতে থাকবে।
বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, এ রকম জঘন্য মানসিকতার একজন মানুষ কী ভাবে পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য হয়।
মুক্ত চিন্তা ও বাকস্বাধীনতার নামে আল্লাহ ও তাঁর রাসূল সা. কিংবা ইসলাম ধর্মের কোন শাখা-প্রশাখা সম্পর্কে কটুক্তি করা নিঃসন্দেহে ধৃষ্টতাপূর্ণ কাজ এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কুঠারাঘাত করার শামিল। যখনই এ রকম কোন ঘটনা সামনে আসে তখনই ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।
সরকারকে দ্রুত রাখাল রাহা এবং কবি সোহেলকে গ্রেফতার করে ইসলামের বিধান অনুযায়ী ফাঁসি বিচার করার আহ্বান জানিয়ে তারা বলেন, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে স্থিতিশীল রাখতে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।