মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ
আজ (২২ ফেব্রুয়ারি ২০২৫), চট্টগ্রামে অনুষ্ঠিত হলো “CHATTOGRAM 10K RUN 2025″। এই দৌড় প্রতিযোগিতার আয়োজক ছিল ২৪ পদাতিক ডিভিশন, যা সফলভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী ১৩০০ জন দৌড়বিদের উপস্থিতিতে আকর্ষণীয় হয়ে উঠেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৪ থেকে ৫০ বছর পর্যন্ত, এবং প্রতিযোগিতাটি বিভিন্ন বয়স ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। নারী ও পুরুষ ক্যাটাগরিতে ২৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার।
এছাড়াও, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে রেস কিট, রেস মিল এবং সফলভাবে দৌড় সম্পন্নকারীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি শারীরিক সক্ষমতা ও সুস্থ থাকার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজনের মাধ্যমে শারীরিক স্বাস্থ্য সচেতনতার প্রসারে গুরুত্ব দেন। তিনি বলেন, “একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গঠনে শরীরচর্চা ও শারীরিক সুস্থতা অপরিহার্য।”এই আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে একটি উচ্ছ্বসিত পরিবেশ বিরাজ করে এবং বিভিন্ন পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইভেন্টটি হয়ে ওঠে সত্যিকারের উৎসব। “CHATTOGRAM 10K RUN 2025” প্রতিযোগিতা চট্টগ্রামের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্য সচেতনতায় নতুন এক মাত্রা যোগ করেছে।