১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঝালকাঠির জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটিতে চার নেতার পদত্যাগ

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত ছয় সদস্যের কমিটি থেকে চারজন পদত্যাগ করেছেন। কমিটিতে অছাত্র ও আওয়ামী লীগ নেতার ছেলের অন্তর্ভুক্তির অভিযোগে তারা পদত্যাগের ঘোষণা দেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজের সামনে সাধারণ সম্পাদক রিমন মোল্লার নেতৃত্বে পদত্যাগকারী চার নেতা ও ছাত্রদলের অন্য নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ কর্মসূচিতে কমিটির সাধারণ সম্পাদক রিমন মোল্লা বলেন,
“অছাত্র এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলেকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমরা এমন কমিটি মানি না। তাই আনুষ্ঠানিকভাবে চারজন পদত্যাগ করছি।”

পদত্যাগকারীরা গণমাধ্যমের সামনে তাদের পদত্যাগপত্র উপস্থাপন করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি গঠনের দাবি জানান। তারা সতর্ক করে বলেন, নতুন কমিটি না হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম অভিযোগ করে বলেন,
“আমি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ও আন্দোলনে সক্রিয়। কমিটি ঘোষণার পর আমাকে এবং আমার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছি।”

অন্যদিকে, নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল জায়েদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমি আগের কমিটির সদস্য ছিলাম, আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি, লাঞ্ছনার শিকার হয়েছি। তবু ছাত্রদল ছাড়িনি। অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুজন খান বলেন,
“কেন্দ্রীয় ও জেলা কমিটি যথাযথ যাচাই-বাছাই করেই নতুন কমিটি ঘোষণা করেছে। কিছু নেতাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে, যা সাংগঠনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই।”

জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান জানান,
“আমরা এখনো কোনো পদত্যাগপত্র পাইনি। তারা কেন পদত্যাগ করল, সেটাও জানা নেই।”

এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল্লাহ আল জায়েদকে সভাপতি এবং মো. রবিউল ইসলাম রিমন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের অভ্যন্তরীণ এই অস্থিরতা নিয়ে স্থানীয় ছাত্রদল কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দীঘিনালায় ইসলামী আন্দোলনের পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি দীঘিনালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা শাখার পরিচিতি সভাও শপথ গ্রহণ অনুষ্ঠান করা হয়। আজ শুক্রবার সকাল ১০ টায়

রাজবাড়ীর ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভায় আবুল হোসেন খান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ “যারা ভুয়া আইডি থেকে পোষ্ট দেয় তারা ভুয়া বাবার সন্তান” রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত রাজধরপুরের

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে হেফাজতে ইসলামের একাত্মতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে রাজধানীতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক

সাতক্ষীরায় ফিলিস্তিনে ইজরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধিঃ গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও

Scroll to Top