ওয়াশিংটনে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে প্রিন্স খালিদ যুক্তরাষ্ট্রে সরকারি সফরে আছেন। সফরের উদ্দেশ্য ছিল মার্কিন-সৌদি সম্পর্ককে আরও শক্তিশালী করা।
বৈঠকে তারা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ক উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। প্রিন্স খালিদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে জানান, ‘আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছি।’
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সফরের উদ্দেশ্য ছিল ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা।
বৈঠকের আগে পিট হেগসেথকে প্রশ্ন করা হয়েছিল, ইরানের আক্রমণ থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে কি না। তিনি উত্তরে বলেন, ‘ইরান এই অঞ্চলে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করছে, তবে সৌদি আরব আমাদের ভালো অংশীদার।’
কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকের শেষে প্রিন্স খালিদ হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সূত্র: আল-অ্যারাবিয়া