ঢাকা ডিভিশনাল প্রেসক্লাব (ডিডিপিএস) ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির ৫ম অভিষেক ও মুক্ত আলোচনা সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৫শে ফেব্রুয়ারি রাজধানীর শিশু কল্যাণ পরিষদে বিকাল তিনটায় এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান।
এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক সম্পাদক পদে বিশিষ্ট লেখক, আইটি বিশেষজ্ঞ, দৈনিক আমার বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক, গাজীপুরের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ সুমন সহ কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ শপথ নেন।
ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের মনোনীত উপদেষ্টা মোঃ সিদ্দিকুর রহমান হাওলাদারের উপস্থাপনায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ দেলোয়ার হোসেন এবং সহকারি নির্বাচন কমিশনার এম এ মাসুদ রানা ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম খানের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের নবনির্বাচিত সকল কার্যকরী কমিটির সদস্যগন সহ অনন্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।