২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ধর্ম অবমাননাকারী রাখাল রাহার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

ইসলাম ধর্ম অবমাননার দায়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মতিঝিল থানায় এ মামলা করা হয়।

মতিঝিল থানার ওসি মো মেজবাহ উদ্দিন মামলা দায়ের করার সত্যতা নিশ্চিত করে বলেন, রাখাল রাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে থানার বাইরে থাকায় তিনি এই রিপোর্ট লেখার সময় বিস্তারিত বলতে পারছেন না।

মতিঝিল থানার একটি সূত্রে জানা গেছে, রাখাল রাহার বিরুদ্ধে দায়ের করা অভিযোগে বলা হয়েছে। রাখাল রাহা একটি পোস্টে তিনি তাহাজ্জুদ, আল্লাহ শব্দগুলোর ব্যঙ্গ এবং বিকৃতি করেছেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান) আল্লাহ তাআলার শানে চরম ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করেন। মন্তব্যের মাধ্যমে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত করেছেন।

রাখাল রাহাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে তার বিরুদ্ধে অভিযোগকারীরা বলেন, এই ধরনের বক্তব্য শুধু মাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি পরিকল্পিতভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি, সামাজিক বিভাজন উস্কে দেওয়া এবং জাতীয় স্থিতিশীলতা বিনষ্টের একটি উসকানিমূলক প্রচেষ্টা।

এর আগে, ধর্ম অবমাননার কারণে তাকে এনসিটিবির ওই কমিটি থেকে দ্রুত বহিষ্কারপূর্বক বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমানসহ বিভিন্ন ইসলামিক সংগঠন। একই সাথে ১৫০ আলেম রাখাল রাহার বিচার চেয়ে বিবৃতি প্রদান করেছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

খোকসার কাদিপুরে বিশেষ অভিযানে ১৮ পিছ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কাদিপুর এলাকায় বিশেষ অভিযানে ১৮ পিস ইয়াবাসহ মোঃ নাদিম (২৭) নামে এক যুবককে গ্রেফতার

রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগার থেকে মাসুদ রানা (৩৪) নামের এক পুলিশ সদস্যের বিবস্ত্র লাশ উদ্ধার

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: আজ (২০ এপ্রিল) রোববার দুপুরে রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে গলায় পড়নের প্যান্ট বাধা ঝুলন্ত অবস্থায় মাসুদ রানার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সোনালী ব্যাংকের অফিসার পরিচয়ে প্রতারনা, অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাংক একাউন্ট থেকে অনলাইনে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ ৪জন প্রতারককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর

দুমকি উপজেলায়, নানীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আটক নাতি মনির

জাকির হোসেন হাওলাদার, দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, হামলার পরে ৯০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা কে ধর্ষণের পর হত্যার অভিযোগে মীর মনিরুজ্জামান মনির

Scroll to Top