আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দাওরা হাদিস উত্তীর্ণ নবীন আলেমদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার বিকাল ৫.০০ ঘটিকার সময় স্থানীয় কোওর বাজারের একটি মিলনায়তনে শাখা সভাপতি মাওলানা ইলিয়াস আহমদের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আফরাকুল আম্বিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন, ইসলামী যুব মজলিশ গানঘাট উপজেলা শাখার আহবায়ক মাওলানা আখলাক হুসাইন, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা থানা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওলানা শামসুজ্জামান সাজু, গোয়াইনঘাট উপজেলা শাখার প্রচার সম্পাদক তানজিল হোসাইন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য আমিরুল ইসলাম আমীন ও মারজানুল আযহার জুনেদ, ১০নং পশ্চিম আলিগাঁও ইউনিয়ন জামাতের সভাপতি রিয়াজুল ইসলাম, যুবদল নেতা আব্দুল মান্নান, ১০ নং পশ্চিম আলিরগাঁও ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আব্বাস বিন মাহমুদ, ৯নং ওয়ার্ডের সদস্য ওয়াহিদুল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, কোওর বাজার আঞ্চলিক শাখার বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা রুহুল আমীন জাকারিয়া, অন্যতম দায়িত্বশীল মাওলানা রেজওয়ানুল হক প্রমুখ।