১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মোহনগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

নেত্রকোনার মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন কর্তৃপক্ষের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা, সনদ প্রদান, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় মোহনগঞ্জ মহিলা কলেজে এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল পাল প্রমূখ। এসময় বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকনও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

নেত্রকোনার মোহনগঞ্জ, বারহাট্টা ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাসহ এ তিনটি উপজেলার মোট ১০ টি কিন্ডারগার্টেনের সমন্বয়ে জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশনের মাধ্যমে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের নেতৃত্বে দীর্ঘ বছর ধরে পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাচাই করে বৃত্তি দিয়ে আসছে।

এবার ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল, লিটল স্টার কিন্ডারগার্টেনসহ ১০ টি প্রতিষ্ঠানের মোট ৭৫ জন মেধাবী শিক্ষার্থী যারা জাতীয় পর্যায়ে, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃত্তিসহ বিভিন্ন পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে তাদের সংবর্ধনা, সম্মাননা, সনদ দেওয়া হয়েছে। অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীরা গান, কবিতা ও নৃত্য সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করে। শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ তালুকদার বলেন, তিন উপজেলার ১০টি কিন্ডারগার্টেনের সমন্বয়ে দীর্ঘ ৮ বছর ধরে এই জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছি। প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধাকে আরও শানিত করার সুযোগ পাবে। আমরা শ্রম দিয়ে কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের মূল ভিত্তিটা মজবুতভাবে আমরা গড়ে দিচ্ছি।

উপরের ক্লাশে গিয়ে তারা মেধার স্বাক্ষর রাখছে। আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় টপ টেনে স্থান করে নিয়েছে।

এছাড়া বিভাগে, জেলা-উপজেলায় মেধা বৃত্তি পাচ্ছে। তাদের সফলতায় আমরা আনন্দিত হই, গর্ববোধ করি। আজকে এমন মেধাবীদের সংবর্ধনা, সম্মাননা ও সদন দেওয়া হয়েছে। এসব তাদের অনুপ্রেরণা যোগাবে। তাদের জানার ও শেখার আগ্রহ তৈরি হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

তজুমদ্দিনে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নয়ন, ভোলা প্রতিনিধিঃ তজুমদ্দিন উপজেলার ইউআরসি ট্রেইনিং সেন্টারে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম বিষয়ক এক দিনের সাবক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সহকারী

নলছিটিতে আট এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার ও কেন্দ্র সচিবসহ নয় শিক্ষককে অব্যাহতি

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দ্বায়ে আট পরীক্ষার্থী,কেন্দ্র সচিব ও সুপার সহ নয় শিক্ষককে পরবর্তী সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি

মুরাদনগর রাম চন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ, মুরাদনগর (SSC পরীক্ষা ভেন্যু) তে SSC পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বাহির থেকে নকল সরবরাহকালে তারেক নামের একজন আটক

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি অদ্য ১৭/০৪/২০২৫ তারিখ অধ্যাপক আব্দুল মজিদ কলেজ, মুরাদনগর (SSC পরীক্ষা ভেন্যু) তে SSC পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বাহির থেকে নকল

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটে এই ঘোষণা দেন বাংলাদেশ

Scroll to Top