মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ
“আহলান সাহলান মাহে রমাদান” পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সুবিদপুরের তালতলা বাজারে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় সুবিদপুর ইউনিয়ন ওলামা-মাশায়েখ ঐক্যফ্রন্টের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তালতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা-মাশায়েখ ঐক্যফ্রন্টের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা গোলাম মাওলা। সাধারণ সম্পাদক ও তালতলা মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা এমদাদুল হক, সহ-সভাপতি ও কামদেপুর আলিম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামিয়া ইসাহাকিয়া কওমি মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল করীম, জেড. এ. ভুট্টো ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মো. মনিরুজ্জামান, তালতলা বাহাদুরপুর ইসলামী কমপ্লেক্সের শিক্ষক মাওলানা মনিরুজ্জামান হাসানসহ বিভিন্ন মাদ্রাসা ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র এবং স্থানীয় ব্যক্তিবর্গ র্যালিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন” এই স্লোগানকে সামনে রেখে সকলকে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁসহ সব ধরনের খাবারের দোকান বন্ধ রাখা উচিত।
র্যালির অংশ হিসেবে স্থানীয় দোকান ও বাজারের ব্যবসায়ীদের মাঝে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। বক্তারা রোজার গুরুত্ব, সংযমের শিক্ষা ও ধর্মীয় বিধান মেনে চলার আহ্বান জানান।
এসময় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এই র্যালিতে অংশগ্রহণ করেন।
ক্যাপশন: নলছিটির সুবিদপুর ওলামা-মাশায়েখ ঐক্যফ্রন্টের আয়োজনে মাহে রমজান উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত।