দেশে ছাত্রদের উদ্যোগে নতুন একটি রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হয়েছে। দলটির নাম “জাতীয় নাগরিক পার্টি”। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ থেকে এই নাম ঘোষণা করা হয়।
নতুন দলের শীর্ষ ৬ পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, নাসীরুদ্দীন পাটওয়ারী দলটির মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এবং যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দল পরিচালনা করবে। এজন্য আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী সম্মুখযোদ্ধাদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, আলোচিত নারী নেত্রীদেরও নতুন দলে স্থান দেওয়া হবে বলে জানা গেছে।