শরীয়তপুর একটি নদী বেষ্টিত ভাঙন প্রবণ এলাকা। এই এলাকার নদী পাড়ের জনগণের নদী ভাঙনের সাথে যুদ্ধ যুগান্তরের। প্রকৃতির খেয়ালিপনায় মানুষের ছিল অসহায় আত্মসমর্পণ।
ভরা বর্ষা মৌসুমে নদী ভাঙনে মানুষ ছিল তটস্থ। কিন্তু মানুষের চাওয়া ছিল কোনো এক দৈব শক্তি এই দুর্যোগ এবং দুর্ভোগ থেকে পরিত্রাণ দিক। অবশেষে তাদের সেই সুপ্ত প্রার্থনা সৃষ্টিকর্তা মঞ্জুর করলেন। তাদের চরাঞ্চলের ছেলে একেএম এনামুল হক শামীম ২০১৮ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গেলেন। পেলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব। কাজ করলেন দীর্ঘ দিনের অবহেলিত চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে। তার উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম খরস্রোতা পদ্মা পাড়ের তীর রক্ষা বাধ। মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পেলো।
তবে বেশ কিছু দিন যাবত লক্ষ্য করা যাচ্ছে যে, ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানার উত্তর তারাবুনিয়া অঞ্চলে যেই জিও ব্যাগ গুলা ডাম্পিং করা হয়েছিলো তা নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে কেউ কেউ ব্যাগ কেটে বালি ফেলে ব্যাগ গুলো নিয়ে যাচ্ছে। স্থানীয় কতিপয়ের সাথে কথা বলে জানা গেলো মানুষ অসচেতনতা এবং ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য এইগুলো করছে। আশংকা করা যাচ্ছে যে, ব্যাগ চুরি বন্ধ করা না গেলে আসন্ন বর্ষা মৌসুমে উল্লিখিত এলাকাটি নদী ভাঙনের সমূহ ঝুঁকির মধ্যে রয়েছে ।
– তারেক লিংকন (নিজস্ব সংবাদ দাতা)