১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাকৃবিতে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম পত্রিকাভিত্তিক প্রতিযোগিতা

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম পত্রিকাভিত্তিক প্রতিযোগিতা ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড’ এর আঞ্চলিক পর্ব।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। ওই প্রতিযোগিতায় প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এসময় সকল অংশগ্রহণকারীকে সনদপত্র ও সৌজন্য উপহার দেয়া হয়েছে।

প্রতিযোগিতাটি তৃতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে- ক (৩য়-৫ম শ্রেণি), খ (৬ষ্ঠ-৮ম শ্রেণি), গ (৯ম-১০ম শ্রেণি), ঘ (১১শ-১২শ শ্রেণি) এবং ঙ (বিশ্ববিদ্যালয় ও তদূর্ধ্ব)।

এসময় নিউজপেপার অলিম্পিয়াডের ময়মনসিংহ অঞ্চলের ডিভিশনাল কো-অর্ডিনেটর নুসরাত জাহান বলেন, “সাধারণ মানুষের মাঝে গণমাধ্যমের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতেই নিউজপেপার অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে মানুষের জ্ঞানচর্চা ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি পায়। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে সংবাদপত্র পাঠের আগ্রহ তৈরি করবে এবং গণমাধ্যম সম্পর্কে আরও গভীর ধারণা দিতে সহায়ক হবে।”

উল্লেখ্য, ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড’ এর জাতীয় পর্বের বিজয়ীদের জন্য রয়েছে ১ লাখ টাকা পুরস্কার, মিডিয়া ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। এছাড়া, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দেশের খ্যাতনামা গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগও পাবেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কাঠালিয়ায় রাতে পিতার চিরবিদায়, সকালে পরীক্ষা কেন্দ্রে মেয়ে

আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধি: রাতে পিতার লাঁশ দাফন, সকালে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে তার মেয়ে সাবরিয়ান ইসলাম সেতু। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঝালকাঠির কাঠালিয়া সদর

প্রথম বারের মতো মধ্যনগরে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম, মধ্যনগর (সুনামগঞ্জ) উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়ায় লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রথম বারের মতো এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত

খোকসা ও সারাদেশে একযোগে শুরু হলো এসএসসি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন

  মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: আজ থেকে সারাদেশে একযোগে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ২০২৫। দেশব্যাপী বিভিন্ন

উজিরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় এস এসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন। সূত্র থেকে জানা যায়,

Scroll to Top