জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দেয়ালে ‘জয় বাংলা’ লিখতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে শিক্ষার্থীরা। আটককৃত ছাত্রলীগ কর্মীর নাম রেজওয়ানুল কবির চয়ন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়ার পর ওই ছাত্রলীগ কর্মী বলেন, “আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি, আমি নিজেই লিখেছি।”
ঘটনার সময় উপস্থিত থাকা জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, “আজকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের ডান পাশে ‘জয় বাংলা’ লেখার সময় আমরা একজনকে আটক করি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লিখতে গিয়ে শিক্ষার্থীদের দ্বারা আটক হন। এরপর তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।”