বিপ্লব কাজী, ইতালি প্রতিনিধিঃ
ইতালি স্বপ্নের নগরী ভেনিসে মারঘেরা এলাকায় আজ উদযাপিত হলো ঐতিহ্যবাহী কার্নিভাল ফেস্টিভ্যাল ২০২৫। ১১টির বেশি ফেস্টিভ্যাল রাইডার ও ১৬০০ মতো মখোশ পরে পেরেড সংগীত এর মাধ্যমে প্রাপ্ত বয়স্ক ও শিশুদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ তৈরী হয়।
উক্ত অনুষ্ঠানে মারঘেরা মিউনিসিপালিটি এলাকায় সাধারণ জনগণের জন্য দু পাশের রাস্তায় নিরাপত্তা বেরি দেয়া হয় যাতে সবাই অনুষ্ঠান টি উপভোগ করতে পারে। পর্যটন কাউন্সিলর, সংস্ক্রিতিক কাউন্সিলর, নিরাপত্তা বাহিনী ও অন্যান্য সামাজিক সংঘটন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দুপুর ২. ৩০ থেকে বিকাল ৫. ৩০ পর্যন্ত চলে। মাননীয় কাউন্সিলর মহোদয় সেরা রাইডার দের মাঝে ক্রেস্ট ও মেডেল তুলে দেন। সিভিল প্রটেকশন ভলোন্টিয়ার নাগরিক সেবায় সর্বক্ষণ সক্রিয় ছিল।