চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে ‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।
শনিবার (১ মার্চ) রাতে নগরীর পাঁচলাইশসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। রোববার (২ মার্চ) তাদের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন পতেঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম।
গ্রেফতারদের পরিচয়:
গ্রেফতারকৃতরা হলেন— গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)। এছাড়া, ঘটনার পরপরই সাইমন (২৭) ও আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ (২২) নামের দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছিল।
ঘটনার পটভূমি:
গত ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর পতেঙ্গা থানার আউটার রিং রোডে একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন এসআই ইউসুফ আলী। এসময় গ্রেফতাররা তাকে ‘ভুয়া পুলিশ’ বলে আক্রমণ করে। হামলাকারীরা তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনিয়ে নেয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম জানান, ঘটনার সময় এসআই ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে হামলাকারীরা উল্টো তাকে ‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে আরও লোক জড়ো করে।
খবর পেয়ে টহলরত পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় এসআই ইউসুফ আলীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে সাইমন ও তাফসির ইমাদকে আটক করে। পরে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। এছাড়া, তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অভিযান ও গ্রেফতার:
সিএমপির বন্দর বিভাগের উপপুলিশ কমিশনারের নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পতেঙ্গা মডেল থানার ওসি।
এ ঘটনায় পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।