মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ
ঢাকা, ১ মার্চ ২০২৫ (শনিবার): যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ফাহাদ আবরারের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেছেন, “অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরনোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!”
আজ ৩ মার্চ ২০২৫, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ তার অফিসিয়াল ফেসবুক পেইজ এই মন্তব্য করেন। তিনি বলেন, “আবরার ফাহাদ তার জীবনের মর্মস্পর্শী আত্মত্যাগের মাধ্যমে আমাদের শেখান, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস রাখা অত্যন্ত জরুরি। এই মহান আদর্শ জাতি হিসেবে আমাদের অগ্রসর হতে সাহায্য করবে।”
আবরার ফাহাদ ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক মেধাবী ছাত্র, যিনি মুক্তচিন্তার প্রতি দৃঢ় মনোভাব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসিকতার জন্য সর্বাধিক পরিচিত। ২০১৯ সালে বুয়েটের ছাত্রলীগের নেতাদের হাতে নির্মমভাবে প্রাণ হারানো আবরারের মৃত্যু দেশের তরুণ সমাজকে সচেতন করে তোলে, এবং তার আত্মত্যাগ একটি শক্তিশালী বার্তা পাঠায়।মরনোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়ার মাধ্যমে আবরারের আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হয়েছে, যা জাতির কাছে তার অবদান এবং সাহসিকতা নিয়ে একটি দৃঢ় বার্তা পৌঁছিয়েছে।