মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ
ঢাকা, ৩ মার্চ ২০২৫ (সোমবার): আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের সাথে এক সাক্ষাৎকারে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা পুরো বিশ্বের আস্তা অর্জন করেছি, এবং এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশ আমাদের সরকারকে সমর্থন জানিয়েছে।”
ড. ইউনূস আরও বলেন, “এটা আমাদের জন্য একটি গর্বের বিষয়, যে বাংলাদেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা বিশ্বব্যাপী সমর্থন পেয়েছি। আমাদের সরকারের প্রতি বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দের বিশ্বাস, সহযোগিতা ও সমর্থন আমাদের পথচলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
তিনি বলেন, “আমরা একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সরকারের অধীনে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের সকল কার্যক্রম আন্তর্জাতিক আইন এবং জনগণের কল্যাণের দিকে নিবদ্ধ থাকবে।”
এসময়, ড. ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং দেশের জনগণের স্বার্থে একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া, তিনি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য সকল পক্ষের সমঝোতা ও সহযোগিতা প্রত্যাশা করেন।