২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাচনা ফেরিঘাটের বেহাল অবস্থা: ঝুঁকিতে যাত্রীরা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা ফেরিঘাটের দুরবস্থা চরমে পৌঁছেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘাটের অবস্থার অবনতি ঘটেছে, ফলে যাত্রী ও যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গতকাল এক মোটরসাইকেল আরোহী ফেরিঘাটে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। সৌভাগ্যবশত, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে এই ঘটনার মধ্য দিয়ে ফেরিঘাটের বিপজ্জনক অবস্থা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘাটের পন্টুন ও সংযোগ সড়ক সংস্কার করা হয়নি। এতে করে প্রতিদিন যাত্রীরা ঝুঁকি নিয়ে নৌযান ও যানবাহন পারাপার করতে বাধ্য হচ্ছেন। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের জন্য ঘাটের বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।

স্থানীয় ব্যবসায়ী মো. রাশেদ মিয়া বলেন, “এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার হয়, কিন্তু রাস্তার বেহাল দশার কারণে দুর্ঘটনা প্রায়ই ঘটে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত ফেরিঘাট সংস্কারের দাবি জানিয়েছেন, যেন সাধারণ মানুষ ও যানবাহন নিরাপদে পারাপার হতে পারে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মুখে ইসলাম, মনে ষড়যন্ত্র – নেতৃত্ব নয়, এ যেন ধর্মের বেইমানি

লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান ইসলাম আজ আমাদের পোস্টারে আছে, কিন্তু চরিত্রে নেই। আছে মিছিলে, কিন্তু নেই মননে। ইসলাম যেন এখন এক রাজনৈতিক টুল—যার কাজ

একজন শিক্ষা অনুরাগীর মৃত্যুতে শ্রীপুরে সর্বত্র শোকের ছায়া

একজন লেখক, শিক্ষা অনুরাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্ণপুর গ্রাজুয়েট ক্লাবের প্রধান উপদেষ্টা, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন আকন্দ’র অকাল মৃত্যু! তে সর্বত্রই

Scroll to Top