সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা ফেরিঘাটের দুরবস্থা চরমে পৌঁছেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘাটের অবস্থার অবনতি ঘটেছে, ফলে যাত্রী ও যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল এক মোটরসাইকেল আরোহী ফেরিঘাটে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। সৌভাগ্যবশত, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে এই ঘটনার মধ্য দিয়ে ফেরিঘাটের বিপজ্জনক অবস্থা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘাটের পন্টুন ও সংযোগ সড়ক সংস্কার করা হয়নি। এতে করে প্রতিদিন যাত্রীরা ঝুঁকি নিয়ে নৌযান ও যানবাহন পারাপার করতে বাধ্য হচ্ছেন। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের জন্য ঘাটের বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।
স্থানীয় ব্যবসায়ী মো. রাশেদ মিয়া বলেন, “এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার হয়, কিন্তু রাস্তার বেহাল দশার কারণে দুর্ঘটনা প্রায়ই ঘটে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত ফেরিঘাট সংস্কারের দাবি জানিয়েছেন, যেন সাধারণ মানুষ ও যানবাহন নিরাপদে পারাপার হতে পারে।