মোঃ সাজেল রানাঃ
গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র-শ্রমিক-জনতার ওপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ কর্তৃক চালানো দমন-নিপীড়ন ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান ও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর, অন্তর্বর্তী সরকার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরকে ধন্যবাদ জানিয়েছে, যাদের প্রচেষ্টায় বাংলাদেশের জনগণের ওপর সংঘটিত অমানবিক কর্মকাণ্ডের বিস্তারিত অনুসন্ধান সম্ভব হয়েছে।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সরকারবিরোধী বিক্ষোভের মুখে বাংলাদেশের ছাত্র-শ্রমিক-জনতার ওপর ব্যাপক দমন-পীড়ন ও সহিংসতা চালানো হয়, যার মধ্যে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবেদনটি বাংলাদেশ সরকারের নিপীড়নমূলক কার্যক্রম, মানবাধিকার লঙ্ঘন, এবং এর শিকার ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছে।এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘আমরা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের এই প্রতিবেদনকে স্বাগত জানাই। এতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হবে।’’
এছাড়া, প্রতিবেদনটির মাধ্যমে আন্তর্জাতিক মহলে এ বিষয়টির ওপর আরও জোরালো দৃষ্টি আকর্ষণ হওয়ার আশাবাদ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার, এবং ভবিষ্যতে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ প্রচেষ্টা চালানোর দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে।
এ ঘটনায় মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে আওয়ামী সরকারের বিরুদ্ধে অভিযোগ ও নিন্দার ঝড় উঠেছে ।