ঢাকা প্রতিনিধিঃ
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কর্মীরা ‘মার্চ ফর খিলাফাহ’ শিরোনামে মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে এগোতে থাকলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে হিযবুত তাহরীরের কর্মীরা প্রতিরোধের চেষ্টা করে, ফলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার হাতে খিলাফত প্রতিষ্ঠার পক্ষে স্লোগান দেয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ সংগঠনের যেকোনো কার্যক্রম আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ, এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।