মোঃ সাজেল রানাঃ
কক্সবাজার, ০৭ মার্চ ২০২৫ (শুক্রবার): কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড, মনোহারকালী এলাকায় বাংলাদেশ নৌবাহিনী একটি সফল অভিযান পরিচালনা করে, যেখানে ০২টি আগ্নেয়াস্ত্র এবং ০৬ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।
নৌ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় নৌবাহিনী একটি সেকশন নিয়ে এই অভিযান পরিচালনা করে। তল্লাশি চলাকালে দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া ০১টি এক নলা বন্দুক, ০১টি শটগান এবং ০৬ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব অস্ত্র এবং গোলা কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ অভিযানের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও অস্ত্রসহ দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী ভবিষ্যতেও একইভাবে দেশের সার্বিক নিরাপত্তা সুরক্ষায় অভিযান চালিয়ে যাবে।