মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ
ঢাকা, ০৭ মার্চ ২০২৫ (শুক্রবার): বাংলাদেশ নারী কাবাডি দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে নারী কাবাডি দল স্বর্ণপদক জয় করবে এবং দেশকে গর্বিত করবে।
উপদেষ্টা বলেন, “বাংলাদেশ নারী কাবাডি দল তাদের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং শক্তিশালী মনোভাবের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে। এই অর্জন দেশের ক্রীড়া ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”
তিনি আরও যোগ করেন, “আমরা আশা করি, তারা আগামী প্রতিযোগিতাগুলোতে স্বর্ণ জয় করতে সক্ষম হবে এবং তাদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে।”
বাংলাদেশের ক্রীড়া জগতের এই গুরুত্বপূর্ণ অর্জনকে সামনে রেখে, জাতীয় কাবাডি দলকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে এবং আগামী দিনে আরও বড় সাফল্যের জন্য তারা সমর্থন প্রদান করবে।