মোঃ সাজেল রানাঃ
বাংলাদেশ রেলওয়ের নতুন ট্রেনের সময়সূচী আগামীকাল থেকে কার্যকর হতে যাচ্ছে। এক বছর তিন মাস দশ দিন পর এই ৫৪ নম্বর টাইমটেবিলটি চালু হচ্ছে, যা ৩৩৫৪.১০ কিমি রেল নেটওয়ার্ক ও ৫১৫টি স্টেশনের জন্য প্রণীত। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, এই নতুন সময়সূচী যাত্রীদের জন্য সুষ্ঠু, নিরাপদ এবং সময়ানুবর্তিতা অনুযায়ী ট্রেন চলাচল নিশ্চিত করবে।
নতুন টাইমটেবিলের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আগের তুলনায় কিছু ট্রেনের বিলম্বের সময় বা “লুজ টাইম” কমানো হয়েছে, এবং লেট ট্রেনগুলোর বিলম্বকে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে ট্রেনের সময় অনুযায়ী চলা নিশ্চিত করা যায়। এছাড়া নতুন রুট যোগ করা হয়েছে যেমন— ভাঙ্গা-কাশিয়ানী-যশোর সেকশন, ফুলতলা-মোংলা সেকশন এবং রূপপুর রেলস্টেশন।
বুড়িমারী এক্সপ্রেস এবার সরাসরি বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে চালু হচ্ছে, যা স্থানীয়দের জন্য একটি বড় সুখবর। এছাড়া, নতুন যাত্রাবিরতি যুক্ত হয়েছে কালনী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায়, যমুনা এক্সপ্রেস কাওরাইদে, মেঘনা এক্সপ্রেস কুমিরায় এবং বুড়িমারী এক্সপ্রেস মহিমাগঞ্জে।যাত্রীদের সুবিধার্থে নতুন টাইমটেবিলে বেশিরভাগ ট্রেনের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তবে, আগের মতোই লোকাল ও মেইল ট্রেনগুলোর যাত্রাবিরতি সময় নিয়ে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। অনেক মেইল ও লোকাল ট্রেন এখনও দেরিতে পৌঁছায়, যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে তোলে। রেলওয়ের কর্তৃপক্ষের উচিত এসব ট্রেনের সঠিক সময় নিশ্চিত করা, যাতে সকল শ্রেণীর যাত্রী নির্ভরযোগ্য সেবা পেতে পারে।
টাইমটেবিলটি যদি সঠিকভাবে বাস্তবায়িত না হয়, তবে তা শুধুমাত্র একটি কাগুজে পরিকল্পনা হিসেবে থেকে যাবে। সুতরাং, রেলওয়ে কর্তৃপক্ষকে মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে, তবেই নতুন এই সময়সূচী কার্যকর হতে পারে।
নতুন ট্রেনের সময়সূচীর পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন