খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১০ মার্চ সোমবার কালীকচ্ছ কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ নূরুজ্জামান লস্কর তপু এর সার্বিক তত্ত্বাবধানে, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলটি পরিচালিত হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোঃ শামীম, উপজেলার বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এন তরুণ দে, জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন মাষ্টার, সদস্য সচিব মোঃ নূর আলম মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুজ্জামান লস্কর অপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল, যুগ্ম আহ্বায়ক মেহেদী, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ূব খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জামাল লস্কর, সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ, জাসাস এর আহবায়ক আশরাফুল করিম ঠাকুর রিপন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব সৈয়দ জাকির হোসেন,কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আকরাম, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মন্নর আলী, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামান জালাল, সদস্য সচিব সফিক মৈশান, কালীকচ্ছ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়াসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ এবং জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সফলভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করায় কালীকচ্ছ ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদকসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং উপস্থিত জনসাধারণকে সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এর পক্ষে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবিএম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।