মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধিঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাসে অজ্ঞান পার্টির শিকার হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১৭তম ব্যাচের রাহি নামের এক শিক্ষার্থী।
সোমবার (১০ মার্চ) রাতে ঢাকা বাইপাস সংলগ্ন স্থানে শিক্ষার্থীকে অজ্ঞান করে সবকিছু নিয়ে অজ্ঞান করে বাস থেকে ফেলে যায়।
ঢাকাগামী ‘ইমাম’ নামক বাসে অজ্ঞান করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে। এরপর বাসে থেকে তাকে বাইপাসে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে তাকে অজ্ঞান অবস্থাতেই হাসপাতালে নেওয়া হয়।
এদিকে ইমাম বাস আটকের উদ্দেশ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর ইমাম গাড়ির প্রতিনিধি, মালিক সমিতির প্রতিনিধি, অপরাধী ড্রাইভার এবং হেল্পারকে বিশ্ববিদ্যালয়ে হাজির করার শর্তে মহাসড়ক ছাড়ে শিক্ষার্থীরা।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, “আমরা খবর শুনে শিক্ষার্থীর বিষয়ে খোঁজ-খবর নেই এবং প্রক্টরিয়াল বডি দেখতে যায়। বর্তমানে শিক্ষার্থী সুস্থ অবস্থায় আছে। আমরা এবিষয়ে দ্রুত ব্যবস্থার জন্য কাজ করছি।”