মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধিঃ
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মিন্টু খান (৫৫) কে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ এ সময় তার কাছ থেকে দুই ধরনের ৩২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় ৷ আটককৃত মিন্টু খান পৌর শহরের দড়িপাড়া ইন্তাজ আলী খানের ছেলে ৷
জামালপুর সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফয়সাল আতিক জানান,মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জামালপুর পৌর শহরের দরিপাড়া এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী মিন্টু বিদেশী মদ ক্রয় বিক্রয় করছে ৷ পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী মিন্টুকে আটক করা হয়৷
আটককৃত মিন্টুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেই সাথে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে ৷
তিনি আরো বলেন মাদক ব্যবসায়ী মিন্টুর ছেলেও এই মাদক ব্যবসার সাথে জড়িত আছে কিনা তা আমরা খতিয়ে দেখবো ৷ জড়িত থাকলে তাকেও দ্রুত সময়ের মধ্যে আইনের আশ্রয়ে আনা হবে ৷