১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে তৃতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী শাকিলকে অপহরণ চাঁদা আদায় না হওয়ায় নির্মমভাবে হত্যা

মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ 

ঢাকা, ১১ মার্চ ২০২৫ (মঙ্গলবার): লালমনিরহাটে ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী শাকিলকে অপহরণ করে চাঁদা দাবি না পেয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ আজ ঘটনাস্থল থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে এবং এই ঘটনায় তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকিরটারী এলাকার আনসারিয়া নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণি পড়ুয়া শাকিলকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা শাকিলের মাকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই বিষয়ে পুলিশকে জানানো হলে, তদন্তে নামে পুলিশ এবং শাকিলের পরিবারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

১১ মার্চ পুলিশ সহিদুল ও তার ছেলে সোহানকে আটক করে এবং পরে সোহানের দেয়া তথ্যমতে, একই এলাকায় সহিদুলের বাড়ি সংলগ্ন একটি সেফটিক ট্যাংকের নিচে পুঁতে রাখা শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক বলেন, “শাকিলকে অপহরণ ও হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।” স্থানীয় মজিবর রহমানও বলেন, “অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসি দেওয়া উচিত।”

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, “শাকিল হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শাকিলের পরিবারের পক্ষ থেকে এজাহার দাখিলের প্রস্তুতি চলমান রয়েছে।”লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ.কে.এম ফজলুল হক বলেন, “শাকিলকে অপহরণ ও হত্যার ঘটনায় এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং শাকিল হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হরিরামপুরে অচেনা প্রাণী’র আক্রমণ, জনমনে আতঙ্ক

মোহসীন মোহাম্মদ মাতৃক, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরে অজ্ঞাত এক হিংস্র প্রাণীর কামড়ে অন্তত ৩ জন আহত হয়েছেন। গত রোববার (৯ মার্চ) সন্ধ্যা থেকে একে একে

ইসরায়েল চার লেবাননের বন্দি মুক্তি দিয়েছে,সীমান্ত আলোচনায় যোগ দিতে রাজি

মোহাম্মদ রকিবুল হক(শাকিল), আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের গণমাধ্যম জানিয়েছে যে মুক্তিপ্রাপ্ত জিম্মি লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ার শহরের একটি হাসপাতালে পৌঁছেছে। লেবানন বলছে,হিজবুল্লাহর সাথে যুদ্ধের সময় ইসরায়েলের

ভাঙ্গুড়ায় ইউনিয়ন ভূমির অফিস সহায়কের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষায় ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল হামিদ এর বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ উটেছে। সোমবার (১০

কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা করলেন আলোচিত ফারজানা সিঁথি

 সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়ামঃ ধর্ষণের হুমকি পাওয়ায় মামলা করেছেন কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া ফারজানা সিঁথি। মঙ্গলবার (১১ মার্চ) রাতে শেরে বাংলা

Scroll to Top