মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ ১ আসন ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ব্যানার লাগান অব্যাহত রেখেছে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি এস এ জিন্নাহ কবিরের কর্মীবৃন্দ। এ বিষয়ে এস এ জিন্নাহ্ কবির বলেন ঘিওর, দৌলতপুর ও শিবালয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ জনগণের কাছে এই ৩১ দফার লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফা সম্পর্কে জনগণের নিকট উপস্থাপন করেন। এরই ধারাবাহিকতায় এবার বিভিন্ন এলাকায় ৩১ দফার ব্যানার স্থাপন করা হয়।