১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মোহাম্মদ রকিবুল হক(শাকিল), চট্টগ্রাম প্রতিনিধিঃ

গত মঙ্গলবার (১১ মার্চ২০২৫) বিকালে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নূর মাওলা গণমিলনায়তনে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভা প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক এবং সাইফুর রহমান সোহানের যৌথ সঞ্চালয়নায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন-মফস্বল সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজের ভাল-মন্দ নানা ঘটনা, লোকচক্ষুর আড়ালে থাকা অনেক অনুসন্ধানী খবর জানতে পারি। সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফটিকছড়ি প্রেসক্লাবের সদস্যরাও পেশার উৎকর্ষ সাধনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ জাতিকে আলোকিত করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি মোরশেদ মুন্না।
বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, উত্তর জেলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর নাজিম উদ্দীন ইমু, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ, হাইওয়ে থানার ওসি সাহাবুদ্দিন, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন, অধ্যাপক জাহাঙ্গীর, হাবিব ভূইয়া, মাওলানা হোসাইন,মো. একরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাউসার শিকদা

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বগুড়া নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি

 বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাবে বকুল হোসেন (দৈনিক করতোয়া) আহবায়ক এবং নজরুল

বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শাখায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক খবরপত্রের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

কলেজের উন্নয়ন ফেলে রেখে তহবিলের অর্থে বছরে ২৬ লক্ষ টাকা বাড়ি ভাড়া নেন শিক্ষকরা,শিক্ষার্থীদের অভিযোগ

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  কলেজের নিজস্ব তহবিলের অর্থ দিয়ে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ না করেই সেই তহবিলের অর্থ থেকে শিক্ষকরা বছরে প্রায় ২৬ লক্ষ

বাকৃবিতে বৃহত্তর রংপুর সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৃহত্তর রংপুর সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) ওই নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা

Scroll to Top