সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার খালিয়াজুরীর ধনু নদ এ মাছ ধরতে গিয়ে সংঘর্ষের পর নিখোঁজ হওয়া শহীদ মিয়া (৫৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শহীদ মিয়া আটপাড়া উপজেলার স্বরমুশিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে। শনিবার মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর থেকে নিখোঁজ ছিলেন শহীদ মিয়া। পরে সোমবার (১০ মার্চ) ধনু নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার খালিয়াজুরী, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষ ধনু নদের পাড়ে মাছ ধরতে জড়ো হন। স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাধে, এবং কয়েকজন মাছ শিকারী নদীতে পড়ে নিখোঁজ হন। খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, সংঘর্ষের সময় শহীদ মিয়া নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তবে পার হতে না পেরে তিনি ডুবে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (১১ মার্চ) শহীদ মিয়াকে তার নিজ গ্রাম স্বরমুশিয়ায় দাফন করা হয়েছে। জানাজা শেষে নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং গভীর শোক প্রকাশ করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। নিহতের পরিবার ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।