১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

ধনু নদ এ মাছ ধরতে গিয়ে সংঘর্ষ, ২ দিন পর শহীদ মিয়ার লাশ উদ্ধার

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার খালিয়াজুরীর ধনু নদ এ মাছ ধরতে গিয়ে সংঘর্ষের পর নিখোঁজ হওয়া শহীদ মিয়া (৫৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শহীদ মিয়া আটপাড়া উপজেলার স্বরমুশিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে। শনিবার মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর থেকে নিখোঁজ ছিলেন শহীদ মিয়া। পরে সোমবার (১০ মার্চ) ধনু নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার খালিয়াজুরী, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষ ধনু নদের পাড়ে মাছ ধরতে জড়ো হন। স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাধে, এবং কয়েকজন মাছ শিকারী নদীতে পড়ে নিখোঁজ হন। খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, সংঘর্ষের সময় শহীদ মিয়া নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তবে পার হতে না পেরে তিনি ডুবে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (১১ মার্চ) শহীদ মিয়াকে তার নিজ গ্রাম স্বরমুশিয়ায় দাফন করা হয়েছে। জানাজা শেষে নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং গভীর শোক প্রকাশ করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। নিহতের পরিবার ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ আগামী ১৫ মার্চ শনিবার নরসিংদীতে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। ৬-১১ মাস বয়সী এবং ১১-৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো

সংখ্যালঘুদের উপর হামলা ও চাঁদাবাজির  প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ

সংখ্যালঘুদের উপর হামলা ও চাঁদাবাজির  প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ করেছে হিন্দু ধর্মালম্বীরা। বুধবার দুপুরে উপজেলা দাশুড়িয়া বাজার এলাকায় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ করে তারা। পরে দাশুড়িয়া

সরাইলে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম২০২৫ এর ভোটার নিবন্ধন

খাজা মঞ্জুর মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ১২ মার্চ বুধবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ এর ভোটার নিবন্ধন কর্মসূচির আজ শুরু হয়েছে সরাইল সদর ইউনিয়নের ১, ২,

নীলফামারীর কিশোরগঞ্জে প্রান্তিক মধ্যবিত্ত পরিবারের মাঝে জেলা পরিষদের সিলিং ফ্যান ও সেলাই মেশিন বিতরণ

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জের প্রান্তিক মধ্যবিত্ত পরিবারের মাঝে নীলফামারী জেলা পরিষদের আয়োজনে বিনামূল্যে ৬৬ টি সিলিং ফ্যান ও ৩৫টি সেলাই মেশিন বিতরণ

Scroll to Top