খাজা মঞ্জুর মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
১২ মার্চ বুধবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ এর ভোটার নিবন্ধন কর্মসূচির আজ শুরু হয়েছে সরাইল সদর ইউনিয়নের ১, ২, ৫ ও ৬ নং, ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি উঠানো ও ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম।
আজ ১২ মার্চ সকাল ৯ টা হতে সরাইল সদর ইউনিয়ন পরিষদের হল রুমে পুরুষ ভোটারদের এবং সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে নারী ভোটারদের ছবি উঠানোসহ ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম এর মাধ্যমে নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চুড়ান্ত এই কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা নির্বাচন অফিসের নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটরগন
উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই কার্যক্রম শেষ করেছে উপজেলা নির্বাচন অফিস।
এর আগে নির্বাচন কমিশন কতৃক ঘোষিত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এর অধীনে সরাইল উপজেলা নির্বাচন অফিসের নিয়োগকৃত তথ্য সংগ্রহকারীগন ২০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নতুন ও বাদ পড়া ভোটার যাদের জন্ম তারিখ ০১-০১-২০০৮ খ্রিঃ বা তার আগে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে তথ্য সংগ্রহ করেন এবং ভোটার তালিকা থেকে মৃত ব্যাক্তিদের নাম কর্তন করতে তথ্য সংগ্রহ করেন।