সংখ্যালঘুদের উপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ করেছে হিন্দু ধর্মালম্বীরা। বুধবার দুপুরে উপজেলা দাশুড়িয়া বাজার এলাকায় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ করে তারা। পরে দাশুড়িয়া মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিন্দু পাড়া এসে শেষ হয়।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কিছু দুষ্কৃতিকারীরা তাদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে। পরে চাঁদার টাকা না দিলে মারধর করে। এই বিষয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দেন হিন্দু ধর্মালম্বীরা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান ঘটনাটি আমরা খতিয়ে দেখছি এবং তারা একটি অভিযোগ দায়ের করেছে সে বিষয়েও তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাদের।