রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে চাঁদার দাবীতে ৩জনকে মারধর করাসহ নগদ টাকা ও মাছ লুটের অভিযোগ উঠেছে। হামলার পর পুলিশ গোয়ালন্দ উপজেলার হাউলী কেউটিল গ্রামের ফিকির বেপারীর ছেলে রফিক বেপারী, আমির বেপারীর ছেলে সাহিদ বেপারী, সাহিদ বেপারীর স্ত্রী জোসনা বেগমকে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩ টার দিকে গোয়ালন্দ উপজেলার হাউলী কেউটিল পশ্চিমাংশে থাকা রফিক বেপারীর খামারে এ হামলার ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রফিক বেপারী বলেন, ইতিপুর্বে ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করে রাজা সরদার। এ টাকা না দেওয়ার কারণে মঙ্গলবার দুপুরে পুকুর থেকে মাছ ধরে লিখন, রিহাদ, সিরাজুল, আরাফাত, রায়হানসহ ৫জন শিশু। এ মাছ গুলো নিয়ে তাদের দেখালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে রাজা সরদার, আহাদ, ইমন, আসান, আজিবর বিশ্বাস, আজিমুদ্দীন, মোতালেব, হাসমত ও নারী সহ ১০-১২ জন মিলে আমার গরুর ফার্মে এসে হামলা করে।
হামলাকারীরা কাছে থাকা নগদ ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। পরে ৯৯৯ এ ফোন করলে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উদ্ধার করে। আহত অবস্থায় গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে রাজবাড়ী হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।