সাজিম মোল্যা, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
রোজাকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে যানজট তীব্র রুপ নিয়েছে।রমজানে গোপালগঞ্জ শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা হয়ে পড়েছে বিপর্যস্ত।যানজটের কারণে ১০ মিনিটের রাস্তা অতিক্রমে লাগছে আধা ঘণ্টা।রোজাকে কেন্দ্র করে বৃদ্ধি পাচ্ছে গাড়ির আনাগোনা।
অনন্য শহরের মতো করে গোপালগঞ্জ এখন পরিনত হয়েছে যানজটের শহরে।ভোরের আলো ফুটতেই শুরু হয় যানজট,এটি যেন থামছে না অন্ধকার রাতে ও।যা এখন গোপালগঞ্জ শহরবাসীর অন্যতম নাগরিক সমস্যা হিসাবে দেখা যাচ্ছে।ফলে নানাবিধ সমস্যার শিকার হচ্ছে শহরের ব্যবসায়ী,অফিসগামী মানুষ,স্কুল-কলেজের শিক্ষার্থীরা সাধারণ পথচারীসহ জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্সের ও আটকা পড়তে হয় যানজটের কবলে।একই কারণে জনগনের সময়,অর্থ ও কর্মক্ষমতা নষ্ট হয় যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে।
যানজটের বৃদ্ধির ফলে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনা।যার ফলে গোপালগঞ্জ শহরের মধ্যে আহত নিহতের হার বৃদ্ধি পাচ্ছে।শুধুমাত্র ট্রাফিক পুলিশ ও জেলা প্রশাসকের দাঁড়া এটি নিরসন করা সম্ভব না।সকলের সমন্বয়ে যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।