তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ১৫ মার্চ শনিবার মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। ৬-১১ মাস বয়সী এবং ১১-৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এ বছর মুন্সিগঞ্জ ২ লাখ ৭ হাজার ৪৬২ জন শিশুকে খাওয়ানো হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। জেলাজুড়ে ১ হাজার ৬ শত ৩৫ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিভিল সাজর্ন ডা. মঞ্জুরুল আলম।
এসময় জানানো হয়, প্রতি ৬ মাস পরপর ভিটামিন-এ’র ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ভিটামিন ক্যাম্পেইন অতিব জরুরী। তাই সকল কর্মীদের যথাযথ দায়িত্বশীল হবার পাশাপাশি শিশুদের অভিভাবকদের গুরুত্ব সহকারে ভিটামিন খাওয়ানোর পরামর্শ দেয়া হয়। কেন্দ্রের পর্যাপ্ত নিশ্চিতের পাশাপাশি অধিকতর সুবিধা নিশ্চিত করার কথাও জানানো হয়।