লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন পিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে পৌর শহরের হাসপাতাল সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাহজেবিন শিরিন পিয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামালা মামলা নং ১০ ও ১২ মোতাবেক তাকে গ্রেফতার করা হয়েছে।
মাহজেবিন শিরিন পিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।