১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের নাঈম (২১) এবং সেলিম (২২) ও রিফাত রহমান (২১)। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে কয়েরখালি বাজার থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যান। ইফতারের আগে বাড়ি ফিরতে গিয়ে তারা শেরুয়া বটতালা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করেন।

ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গেলে ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নাঈম নিহত হন। আহত বাকি দুইজনকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জাতীয় পরিচয়পত্র পরিষেবা অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ নাগরিকের জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশন থেকে অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। আজ বেলা ১১ টা থকে বাংলাদেশ

সংবিধিবদ্ধ নতুন কমিশনে হস্তান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে

লক্ষ্মীপুরে সদর হাসপাতালে ৫ দালাল আটক।

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর হাসপাতালে এন এস আই এর তথ্যের ভিত্তিতে আজ সকাল ১০ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্দ্যেগে একটা সাড়াশি অভিযান করা

নিকলীতে পানির স্তর নিচে থাকায় দুর্ভোগে হাজার হাজার মানুষ

মোহাম্মদ আলী ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে সাতটি ইউনিয়ন রয়েছে। নিকলী উপজেলার ৭টি ইউনিয়নের অধিকাংশ এলাকায় নলকূপে পানি উঠছে না। পানির স্তর দিনদিন নিচে নেমে

Scroll to Top