মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে.।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে জেলার কালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বেণী মাধব বিপীন চৌধুরী (বিএমবিসি) উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইসলামপুর ইউনিয়ন বিএনপি’র এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সার্বিক সহযোগিতার ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার৷ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি হিসেবে কথা বলেন, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী ১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন অর রশিদ হারুন।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মোঃ জাফর আলী মিয়া, সমন্বয়ক মাহফুজুর রহমান প্রমুখ।
ইসলামপুর নবাবপুর, বহরপুর, বালিয়াকান্দি ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে স্বাগত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায়, আপোষহীন নেত্রী, বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও আগামীর দেশনায়ক তারেক রহমানের দ্রুত দেশে আগমন কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, মুফতি নাইমুল রহমান সিদ্দিকী।