মোঃ সাজেল রানা, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
আজ (১৩ মার্চ ২০২৫) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকান্ডে শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাগণের সম্মানে ইফতার ও নৈশভোজ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
এসময় সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত মাননীয় উপদেষ্টা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন।
উক্ত ইফতার ও নৈশভোজে প্রায় চার শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকান্ডে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সদস্যগণ, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয় এবং তাদের অবদানের প্রতি দেশের জনগণের অনুরূপ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো হয়।