রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ মোবাইল কোর্টের অভিযানে ২লক্ষ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনীনগরের মেহেদী মাহবুব হোসেনের মেসার্স এনসিবি বিকসকে এক লক্ষ টাকা জরিমানা ও মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর ঈদগাহ রোডের মোঃ আরজু সরদারের আদর্শ বিকস (এবিবি) বিকসকে এক লক্ষ টাকা জরিমানা ও এস্কেভেটর (ভেকু) দিয়ে ভেঙ্গে সম্পুর্ণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
রাজবাড়ী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর রশীদ বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রাজবাড়ী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ আহমেদের নেতৃত্বে রাজবাড়ী সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে উপস্থিত থেকে প্রসিকিউশন প্রদান করেন, রাজবাড়ী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর রশীদ। এসময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন সহ জেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন রাজবাড়ী পুলিশ লাইন্সের একটি চৌকসদল। এ অভিযান অব্যাহত থাকবে।