আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরী ও আবাসিক হলগুলোর নিরাপত্তাকর্মীদের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও তার অনুসারীরা দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত এই সেহরির খাবার বিতরণ করেন। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
শফিকুল ইসলাম বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে নেমে লড়াই-সংগ্রাম করেছে। এই ছাত্রদলই এখন মানবিক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাওয়া মানুষদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান সংযম ও সহমর্মিতার মাস। ছাত্রদলের নেতাকর্মীরা এই পবিত্র রমজান মাসেও সর্বদা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।”
বাকৃবি ছাত্রদলের এমন মহতী কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান তিনি।