১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

রেল স্টেশনের নাম খুঁজে পেতে পর্যটকদের ভোগান্তি

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার পর্যটন রাজ্য কমলগঞ্জ উপজেলা। এই উপজেলায় জাতীয় উদ্যান, লেক, জলপ্রপাত তিনটাই আছে। খুব কম উপজেলায়ই একসাথে এগুলো পাওয়া যায়। অপরূপ সৌন্দর্য্যের অপার লীলাভূমি মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যপ্রাণীর অভয়ারন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান, ত্রিপুরা সীমান্তবর্তী দলই চা বাগানে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ, নয়নাভিরাম মাধবপুর লেক, ঝরনাধারা হামহাম জলপ্রপাত, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, ডবলছড়া খাসিয়া পুঞ্জি, পদ্মছড়া লেক, পাত্রখলা লেক, রাজকান্দি সংরক্ষিত বন, ক্যামেলিয়া গল্ফ মাঠ, উঁচু নিচু পাহাড় টিলা সমৃদ্ধ সবুজ চা বাগান, শিল্পকলা সমৃদ্ধ মণিপুরিসহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার জীবন ধারা ও সংস্কৃতিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এই জনপদ যে কোন পর্যটকের মন ও দৃষ্টি কড়ে নেবে। ঈদ সহ বিভিন্ন মৌসুমে এ উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে প্রচুর পর্যটকের আনাগোনা দেখা যায়।

এই উপজেলায় আসার সহজ একটি মাধ্যম হচ্ছে রেলওয়ে। কমলগঞ্জ উপজেলায় দুইটি রেলওয়ে স্টেশন রয়েছে। একটি কমলগঞ্জ সদরে ভানুগাছ রেলওয়ে স্টেশন ও অন্যটি শমসেরনগর ইউনিয়নে শমসেরনগর রেলওয়ে স্টেশন। এ উপজেলায় আগত অনেক পর্যটক বিভিন্ন মাধ্যমে সার্চ দিয়ে কমলগঞ্জ রেলওয়ে স্টেশন খুঁজে পাননা। অনেকে গুগলে ভানুগাছ কিংবা শমসেরনগর রেলওয়ে স্টেশন খুঁজে পেলেও কিছুটা তালগোল পাকিয়ে ফেলেন। এখন কথা হল পাশ্ববর্তী শ্রীমঙ্গল কিংবা কুলাউড়া উপজেলার স্টেশনগুলোর নামকরণ উপজেলার নামে করা হলেও কমলগঞ্জের রেলস্টেশনের নাম কেন এলাকা ভিত্তিক করা হল? জানামতে, শ্রীমঙ্গল উপজেলায়ও দুইটি রেলওয়ে স্টেশন রয়েছে। একটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও অন্যটি সাতগাঁও রেলওয়ে স্টেশন। তাহলে কমলগঞ্জের একটি স্টেশনের নাম কি উপজেলার নামে করা যায় না? যে কোন একটি স্টেশনের নাম উপজেলার নামে হলে পর্যটকের স্টেশন খুঁজে পেতে আর কষ্ট হতোনা। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর করা প্রয়োজন। যাতে তারা বিষয়টি একবার খতিয়ে দেখেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামে আনন্দ ভ্রমণ ২০২৫

এম এ সাকিব খন্দকার, নিজস্ব প্রতিবেদকঃ ২৫ই ফেব্রুয়ারী ২০২৫ মঙ্গলবার নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামে আনন্দ ভ্রমণ ২০২৫ পিকনিক স্পট সোনারগাঁও জাদুঘর উপভোগ সফল হয়েছে।

কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার সিদ্ধেশ্বরী এলাকায় এ

হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি ঘোষণা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। ইসরাইলের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ

পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ যা করতে হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করেছে । এখন থেকে সেন্টমার্টিন ভ্রমণে

Scroll to Top