সৈয়দ শিহাব উদ্দিন মিজান, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার পর্যটন রাজ্য কমলগঞ্জ উপজেলা। এই উপজেলায় জাতীয় উদ্যান, লেক, জলপ্রপাত তিনটাই আছে। খুব কম উপজেলায়ই একসাথে এগুলো পাওয়া যায়। অপরূপ সৌন্দর্য্যের অপার লীলাভূমি মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যপ্রাণীর অভয়ারন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান, ত্রিপুরা সীমান্তবর্তী দলই চা বাগানে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ, নয়নাভিরাম মাধবপুর লেক, ঝরনাধারা হামহাম জলপ্রপাত, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, ডবলছড়া খাসিয়া পুঞ্জি, পদ্মছড়া লেক, পাত্রখলা লেক, রাজকান্দি সংরক্ষিত বন, ক্যামেলিয়া গল্ফ মাঠ, উঁচু নিচু পাহাড় টিলা সমৃদ্ধ সবুজ চা বাগান, শিল্পকলা সমৃদ্ধ মণিপুরিসহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার জীবন ধারা ও সংস্কৃতিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এই জনপদ যে কোন পর্যটকের মন ও দৃষ্টি কড়ে নেবে। ঈদ সহ বিভিন্ন মৌসুমে এ উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে প্রচুর পর্যটকের আনাগোনা দেখা যায়।
এই উপজেলায় আসার সহজ একটি মাধ্যম হচ্ছে রেলওয়ে। কমলগঞ্জ উপজেলায় দুইটি রেলওয়ে স্টেশন রয়েছে। একটি কমলগঞ্জ সদরে ভানুগাছ রেলওয়ে স্টেশন ও অন্যটি শমসেরনগর ইউনিয়নে শমসেরনগর রেলওয়ে স্টেশন। এ উপজেলায় আগত অনেক পর্যটক বিভিন্ন মাধ্যমে সার্চ দিয়ে কমলগঞ্জ রেলওয়ে স্টেশন খুঁজে পাননা। অনেকে গুগলে ভানুগাছ কিংবা শমসেরনগর রেলওয়ে স্টেশন খুঁজে পেলেও কিছুটা তালগোল পাকিয়ে ফেলেন। এখন কথা হল পাশ্ববর্তী শ্রীমঙ্গল কিংবা কুলাউড়া উপজেলার স্টেশনগুলোর নামকরণ উপজেলার নামে করা হলেও কমলগঞ্জের রেলস্টেশনের নাম কেন এলাকা ভিত্তিক করা হল? জানামতে, শ্রীমঙ্গল উপজেলায়ও দুইটি রেলওয়ে স্টেশন রয়েছে। একটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও অন্যটি সাতগাঁও রেলওয়ে স্টেশন। তাহলে কমলগঞ্জের একটি স্টেশনের নাম কি উপজেলার নামে করা যায় না? যে কোন একটি স্টেশনের নাম উপজেলার নামে হলে পর্যটকের স্টেশন খুঁজে পেতে আর কষ্ট হতোনা। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর করা প্রয়োজন। যাতে তারা বিষয়টি একবার খতিয়ে দেখেন।