১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

পবিপ্রবিতে এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৫ পালিত

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধিঃ

“Animal Husbandry for Food Security and Sustainable Development” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৫ পালিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে দিবসটি উদযাপনের শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এক র‍্যালী উদ্বোধন করেন এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম। র‍্যালিটি এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের নিউ একাডেমিক ভবন থেকে শুরু হয়ে অনুষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে দুপুর ৩টায় অনুষদের অডিটোরিয়ামে ‘Discussion and Scientific Seminar’ শীর্ষক আলোচনা সভা, ফ্রেশার্স রিসেপশন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনিম্যাল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AHSA) সভাপতি প্রফেসর ড. এম. এইচ. কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ, AHSA র ভিপি, জিএসসহ ও সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবদুল্লাহ হিল কাফি ও আফরিন জাহান মুন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. স্বপন কুমার ফৌজদার। তিনি “Animal Husbandry for Food Security and Sustainable Development” শীর্ষক প্রেজেন্টেশনে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এনিম্যাল হাজবেন্ড্রির অবদান, পুষ্টি ও প্রাণীজ আমিষের উৎপাদন বৃদ্ধির বিষয় তুলে ধরেন। এছাড়া খাদ্য নিরাপত্তা ও প্রাণীজ আমিষের ভবিষ্যৎ চাহিদা পূরণে বিভিন্ন কার্যকর পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন, “এএইচ ডে-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ‘Animal Husbandry for Food Security and Sustainable Development’ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই দিনটিকে সফলভাবে উদযাপন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশাবাদী, ভবিষ্যতে আমরা এই দিনটিকে আরও জাকজমকপূর্ণভাবে উদযাপন করতে পারব।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে প্রফেসর ড. এম. এইচ. কাওসার বলেন, “প্রথমেই স্পনসরসহ আজকের অনুষ্ঠান সফল হওয়ার পিছনে যেসব ছাত্র-শিক্ষক অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ জানাই। এনিম্যাল হাজবেন্ড্রির উত্তরোত্তর উন্নতি কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কুড়িগ্রামের ভোগডাঙ্গায় অসহায় মানুষের মাঝে ১৫০০ প্যাকেট ইফতার বিতরন

আনারুল ইসলাম রানা, কুড়িগ্রাম প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের উওর কুমরপুর যুব সমাজের উদ্যাগে আব্দুল গনী

বাজিতপুরে মৎস্যজীবী দলের ইফতার মাহফিলে যুবদলের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুরে মৎস্যজীবী দলের ইফতার মাহফিলে যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এসময় ভাঙচুর ও ইফতার সামগ্রীসহ মালামাল লুট করে নেওয়ার ঘটনা

রাজাপুরে রাস্তা সংস্কারে অনিয়ম: পাথরের পরিবর্তে বালু, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তা

দৌলতদিয়া পতিতালয় থেকে হেরোইন সহ ৭ মামলার আসামী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পচাত্তর পুরিয়া হেরোইন সহ মোঃ আজগর শেখ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ ঘাট থানার

Scroll to Top