১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

সাতক্ষীরা সদর ভোমরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর ৬নং ভোমরা ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জুমাবার (১৪ মার্চ) বিকাল থেকে ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোমরা ইউনিয়নের আমীর জনাব আনোয়ার কবীর এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহিদ হাসান, সদর উপজেলার মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা শুরা সদসয় মাও: ওবায়দুল্লাহ, জামায়াত নেতা আক্তার হোসেন, শ্রমিক নেতা আবু হাসানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ নেতা ও কর্মী বৃন্দ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোজা মানুষকে তাকওয়াবান তৈরি করে, সুতরাং রোজার মত আরও ১১ মাস এভাবে আমাদের জীবনকে সাজাতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ ইসলাম ও ইসলামী আন্দোলন কে শক্তিশালী করার জন্য সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের কোন বিকল্প।আপনারা সবাই আপনাদের কাঙ্খিত উন্নয়ন পেতে হলে ইসলামী সরকার ব্যবস্থার প্রতি গুরুতারোপ করতে হবে আমাদের আমাদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সুতরাং সেই নেতার মত আমাদের জীবনকে সাজিয়ে তুলতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নান্দাইলে ওসি ফরিদ আহমেদের বদলীর খবরে থানায় পাওনাদারের ভিড়

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ আহমেদ এর হঠাৎ অন্যত্র বদলীর খবর শুনে বিভিন্ন ধরনের পাওনাদাররা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক ইউপি চেয়ারম্যান

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রয়াত সাবেক সংসদ সদস্য

চাঁপাইনবাবগঞ্জে ইফতার”হুইল” চেয়ার” ও আর্থিক সহায়তা প্রদান

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভূজা জামিয়া আরাবিয়া ইসলামিয়া কাওমী মাদ্রাসার উদ্বেগে এতিম শিশুদের জন্য ইফতার , প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার

বান্দরবানের ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ শীলাওয়াইংসা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

বান্দরবানের রোয়াংছড়ির ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ বর্ষীয়ান বৌদ্ধ ধর্মগুরু প্রয়াত ভদন্ত শীলা ওয়াইংসা মহাথেরোর দুইদিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকালে রোয়াংছড়ি

Scroll to Top