১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

বাকৃবির জালালাবাদ ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জালালাবাদ ছাত্র কল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শামছুল উদ্দিন লিমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদা সিদ্দিকা।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাকৃবির করিম ভবনে আয়োজিত এক ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানে সংগঠনটির নতুন ওই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি অনুপম দাস এবং সঞ্চালনা করেছেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও পশুবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক হাসান মোহাম্মদ মোর্শেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আরেক উপদেষ্টা ও কৃষি রসায়ন বিভাগের প্রভাষক ফাল্গুনী দাশ।

এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভ্রস্নাত দাস, অর্পা চক্রবর্তী ও সজীব দাস; যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াল আহমদ, দেবশ্রী দত্ত রাত্রি ও পুষ্পিতা ভট্টাচার্য; সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুইটি দেবনাথ, মোঃ মহিবুর রহমান, সুমন চক্রবর্তী, তাসফিয়া জাহীন, ইউনুস বিন হোসেন, অর্পিতা চৌধুরী; দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সামিন ইয়াসার; উপ দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন পরাগ রায়, শামীমা ইয়াসমিন এবং রুহেল আহমেদ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাজেট বরাদ্দে জবি পূর্বের তুলনায় অগ্রাধিকার পাবে – ইউজিসি চেয়ারম্যান

মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন,  জবি প্রতিনিধিঃ বাজেট বরাদ্দে পূর্বের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম ফায়েজ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ প্রতি বছরের মতো এই বছরও এক জাঁকজমকপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। রোজ শুক্রবার (১৪

সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে শিবিরের মতবিনিময়

রবিউল সিকদার, ববি প্রতিনিধিঃ সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের মতবিনিময় সভা ও ইফতারের আয়োজন করেছেন। এসময়ে ছাত্রশিবিরের নিকট তাদের কি

বাকৃবি ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এবারের কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাকৃবির কৃষি

Scroll to Top